অতনু ভট্টাচার্য | ৫টি কবিতা | উৎসব সংখ্যা ২০২৪
সাক্ষাৎকার কে কে যেন রোজ আমার সাক্ষাৎকার নেয়আমিও কত কী বলতে থাকি,কোনও প্রশ্নের উত্তর দিই না—এত দীর্ঘ সাক্ষাৎকার … চলছে তো চলছেই…প্রশ্নের বুকে মুখে সারা দেহে রোদের মতো ছায়ার মতোকথা আর কথা, যাকে উত্তর বলা যায় না। সাক্ষাৎকার কি এমন অনুচ্চারিত সাবলীল ও মীমাংসাহীন হবে ?এই প্রশ্ন কোথাও জেগে উঠছে, তবু, মনে মনে অধীর হয়ে