বিভাস রায়চৌধুরী | ৩টি কবিতা | উৎসব সংখ্যা ২০২৪
কাউকে বলি না তোমাকে অবলম্বন করি প্রচণ্ড খিদে পেলে…অপমানের তাড়ায় ছুটতে ছুটতে…লাশ হয়ে যাওয়ার ভয়ে অন্ধকার ঝোপে লুকিয়ে…আমি কেবলই তোমাকে অবলম্বন করি আমি কিন্তু কাউকে বলি না যে, তুমি আমাকে ঘৃণা করো খুবতুমি আমাকে ভুলে গিয়েছ কবেইগা থেকে পোকার মতো ঝেড়ে ফেলেছ চুপচাপ একদিন… বলি না, কারণবললে ভালোবাসা কষ্ট পাবেদু’চোখে আকুল জল নিয়ে থরথর করে