সৌরভ বর্ধন | তিনটি কবিতা | শারদীয় সংখ্যা
ভাস্কর্যগাছ যতটা দূর বললে দূরত্ব বোঝায় ততটা বিলাসিতা মাথায়নেমে আসে বাজপাখি, ধমনী-শিরায় উড্ডয়নশীল রোদ।ঘোড়সওয়ার মেঘের থেকে পরিমাণ মতো বজ্রপাত লুঠেশূন্যতার মাঝে কালো হয়ে থাকে তিনটে ভাস্কর্য… ১. বিতাড়িত শোক নিয়ে বসে থাকা জ্যোৎস্নাপোড়া তক্ষক।আধবোজা তার শান্তমুখ। ঘন নীল হৃৎপিণ্ড। ২. একবিদ্যুৎ রাত্রির আলোচ্ছ্বাসে পাতা জীবনফাঁদ। হাতেরনীচে টাঙিয়ে রাখা মৃত্যু, অক্সিজেন, নিউক্লিক অ্যাসিড। ৩. গোড়ায় পুরনো