সালেহীন শিপ্রা | উপচানো হাসির পাশে | কবিতা
তোমাদের হাততালির পাশেঅযথা খরচ হতে থাকাএক বহুদামী নোট হয়ে ফুরিয়ে গেলাম।সুরের পসরা থেকে কিনে আত্মার বাঁশিটিপ্রিয় সুরে বাজানো হলো না,হায়!একটা জীবনআমি জুয়া ভেবে খেলে খেলে ফুরিয়ে গেলাম।জ্যোৎস্না পড়ে থাকা মর্মরিত বনেঝরে ঝরে পড়াদের হলুদ সভায় আসন্ন মৃত্যুওদূর থেকে কী দারুণ!এইভাবে দেখেছো আমায়। ফুলহীন মান্দারের ঝোপে রোদ হয়েপড়ে থাকা কাঁটাবিদ্ধ আলো,খাদ্যগুদামের পাশেপড়ে থাকা তুচ্ছ বালু-স্তুপ,এখন আমাকে