শিমুল সালাহ্উদ্দিন | বজ্রভাষ | কবিতা
যেটুক থাকে তাকিয়ে থাকা যেটুক থাকে গাননা বুঝেও তার ধ্রুপদি, ঈশ্বর চমকান বিজলি হয়ে দ্বিখণ্ডিত করেন পৃথিবীসমতলের মধ্যে জাগে একশো একটা ঢিবি পাহাড় পাহাড় আহারে তার কেমন প্রপাত-পাতভিজিয়ে দেয় ভাসিয়ে নেয় আস্ত দিন রাত রাতের কাছে দিন বসে রয় দিনের কাছে রাতবসেই থাকা পরস্পরে কিংবা হওয়া কাৎ হাতের ওপর মাথা টেনে তাকিয়ে থাকি চোখেঘুরে আসি