লোকটা | জাহীদ ইকবাল | ছোটগল্প | উৎসব সংখ্যা ২০২৪
গল্পকার : জাহীদ ইকবাল | আলোচক : সায়মা ইসলাম লোকটা প্রায়ই আসে।কোত্থেকে আসে! কেন আসে! তার হাল-হকিকত, ঠিকানা-সাকিন কিছুই জানি না। তবে সে বেশিক্ষণ থাকে না। দুয়েকটি কথা খরচ করে চলে যায়। বিশেষ করে বাবা যখন বাসায় থাকে না, লোকটা ঠিক তখনই আসে। কেন আসে! জানি না। কখনো খুব একটা কৌতুহল হয়নি। লোকটা মাঝবয়সী। বেঁটেমতো।