৩টি কবিতা | মাসুদার রহমান | উৎসব সংখ্যা ২০২৪
সোনাপাড়া এগ্রো ফার্ম কৃষি খামারের দিকে যে কোন দুপুরক্লান্ত হয়েপাওয়ার টিলারের পাশে শুয়ে থাকে তুমুল চাষের পর; সদ্য স্টার্ট বন্ধ্ যে পাওয়ার টিলার- তাঁর এঞ্জিন থেকে তখনো উত্তাপ ওঠেলাঙল টানা গরুর শরীরের পেঁচা লাল ট্রাক্টর লাঙল চালিয়ে মাঠ চৌচির করে দিচ্ছেদেখে- ঘেমে উঠলো লাজুক বউটি একটি ষাঁড় দড়ি ছিঁড়ে ফাঁকা মাঠে দৌড়ে যাচ্ছে কালো রেখায়