বই | ম্যাক্সিম গোর্কি | মাসুদুজ্জামান অনূদিত | বইপত্র
এক তরুণ ভবঘুরে যুবক, একদিন এক রাতে, এক নদীর ধারে নিজের বুকে রিভলবার চালালেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেই যুবককে। আর তার পকেট হাতড়ে পাওয়া গেল এক টুকরো কাগজ, যাতে তার নাম লেখা—আলেক্সই পেশকভ। নীচে লেখা, “I lay the blame of my death on the German poet HEINE, who invented a toothache of the heart…”