থিয়েটার গদ্য বিশেষ সংখ্যা সম্পাদকীয় ও সূচি

বাংলাদেশ থিয়েটার | তীরন্দাজ | বিশেষ সংখ্যা

বাংলাদেশ থিয়েটার

সত্যিকার অর্থে বাংলাদেশের থিয়েটার ক্রান্তিকাল অতিক্রম করছে। মৌলিক পাণ্ডুলিপির অভাব, নাটকের প্রতি লেখকদের অনিহা, কর্মী ও দল পরিচালনার বহুমাত্রিক সংকট, দর্শকহীনতা, মঞ্চস্বল্পতা, পৃষ্ঠপোষকতার অভাব, রাজনৈতিক প্রভাবসহ নানা সমস্যায় পুরনো দলগুলো রীতিমত ধুঁকছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান নামে একটি সমন্বিত প্লাটফর্ম থাকলেও নানা দুর্নীতি, দলীয়করণ, লেজুরবৃত্তিক মানসিকতাসহ বিভিন্ন অভিযোগে সংগঠনটি নাট্যকর্মীদের কাছে ক্রমশ হারাচ্ছে তার গ্রহণযোগ্যতা। দল ভেঙে এখনও গড়ে উঠছে নতুন দল। একক বা কয়েকজনের নেতৃত্বে কোন কোন গ্রুপ ঝুঁকছে রেপাটরি পদ্ধতির দিকে। তীব্র সৃজনস্পৃহায় এসব গ্রুপ এখন ফেডারেশান বা কোন দলীয় পৃষ্ঠপোষকতার তোয়াক্কা না করে প্রতিনিয়ত দুর্দান্ত সব প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। মঞ্চ সংকটের কারণে কোন কোন দল এরইমধ্যে গড়ে নিয়েছে নিজস্ব স্টুডিও থিয়েটার। এমন একসময়ে ‘তীরন্দাজ’ আয়োজন করেছে এই থিয়েটার সংখ্যা। ছোট পরিসরে হলেও যেখানে নাট্য-গবেষক থেকে শুরু করে ঢাকার মঞ্চের নাট্যকার, নির্দেশক, অভিনেতা, রূপসজ্জাকারী, আলোকশিল্পীরা লিখেছেন তাদের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে। থিয়েটার এমন একটা সমন্বিত শিল্পমাধ্যম যেখানে মঞ্চের সামনে-পেছনেসহ একেবারে নেপথ্যের মানুষটিও সমান জরুরি। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের নাট্যকর্মীদেরও বহু কথা হয়ত জমে আছে বলার জন্যে। তাদের সবার মতামতও জানতে ‘তীরন্দাজ’ থিয়েটার নিয়ে আরো কাজ করার আশা রাখে। নাট্যসাতিহ্যের সিঁড়ি বেয়ে ‘তীরন্দাজ’ প্রবেশ করতে চায় থিয়েটারের মানুষগুলোর আরো অন্দরে। দেখতে চায় এই সাহিত্য-শিল্পমাধ্যমটি সমৃদ্ধ হোক।

শুভ কামনা সবার জন্যে।

সুমন মজুমদার

অতিথি সম্পাদক, থিয়েটার সংখ্যা

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field