কবিতা

কাজল শাহনেওয়াজ | তাপদাহের দিন | কবিতা

একটা শাদা ফুল ফোটাবো বলে কত যে দিন অপেক্ষা করেছি
ম্যাজিক হাতে এনে দাও চারা গোড়াশুদ্ধু পুতে রাখি

তুমি তো ভুতুরে শহরে ম্রিয়মান চড়ুই আর শালিকের তৃষ্ণা
কাতর চোখে দেখতে চাইছো না আর
মোটা কাপড় ঝুলছে চোখের সামনে
গামলা ভরে উঠেছে কান্নার পানিতে
এখন তুমি কার পাশ থেকে উঠে যেতে চাও?

কেউ কাউকে ছেড়ে দিতে চাইনা চাইনা
ওরে এপ্রিল ওরে বৈশাখ ওরে তীব্র সময়
বিস্বাদের ছাদে উঠে গিয়ে দেখে আয়
কত দূর চলে গেছে সে

তার পাশে নতজানু হয়ে বসো
বসো পাশে বসো পাশে বসো
হে উড়ন্ত ম্যাজিক!

তোমার জন্য অপেক্ষা করছে
তুমি এসে ভরে দাও তাপদাহের দিন।

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    X