কবিতা

সারা ফেরদৌস | ঘুম | কবিতা

ভাতঘুম, কম্বলের উষ্ণতা
চার’পা লেপ্টে যাওয়া লেমন দুপুর
কে তুমি কে আমি?
লড়াকু শালিক, উদ্বাস্তু শরীর
বিছানা ছাড়ে, ছাড়ে ঘর
নির্জন শহর, লেমন দুপুর l

চুলায় জল উৎরায়, পাতা উৎরায়
ঝর্ণায় চুল ভিজে জল গড়ায়
ফোঁটা ফোঁটা জলের কম্পন
চুম্বনের মতো টাওয়েল শুষে নেয়
ক্যানভাসে তখন লেপ্টে থাকে
বিবর্ণ বিবস্ত্র হিম তামাটে-তনু।

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    X