কবিতা

শিমুল সালাহ্উদ্দিন | বজ্রভাষ | কবিতা

যেটুক থাকে তাকিয়ে থাকা যেটুক থাকে গান
না বুঝেও তার ধ্রুপদি, ঈশ্বর চমকান

বিজলি হয়ে দ্বিখণ্ডিত করেন পৃথিবী
সমতলের মধ্যে জাগে একশো একটা ঢিবি

পাহাড় পাহাড় আহারে তার কেমন প্রপাত-পাত
ভিজিয়ে দেয় ভাসিয়ে নেয় আস্ত দিন রাত

রাতের কাছে দিন বসে রয় দিনের কাছে রাত
বসেই থাকা পরস্পরে কিংবা হওয়া কাৎ

হাতের ওপর মাথা টেনে তাকিয়ে থাকি চোখে
ঘুরে আসি বিশ্বভুবন নিখিল অমিত-রোষে

বেগ বেড়ে যায় আবেগ ভাসে শরীর শরীরময়
আমার নামে যেমন তেমন তোমার জীবনক্ষয়

এমন জীবন বাধার পাহাড় তাকিয়ে তবু থাকা
আঁধারঘষা মন মগজে নিশিথকুসুম মাখা

তায় যেটুক থাকে তাকিয়ে থাকা যেটুক থাকে গান
না বুঝেও তার ধ্রুপদি, ঈশ্বর চমকান!

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    X