কবিতা

শামীম আজাদ | ঈদ প্রস্তুতি | কবিতা

মনে মনে বলিয়া আমি সকালেই উঠি
আজ যেন সব কাজ সারি পিঠাপিঠি।

যে তালিকা, যতকিছু ছিল মনে মনে
ঘুমোবার আগে ছিল নোট মুঠোফোনে।

বাজারের কাজগুলো ফ্রিজ ম্যাগনেটে
গ্যাস ও পানির বিল মগজে ও পেটে।

সিরামিক ডিশগুলো টেবিলে নামাবো
ঈদের আগেই আমি গাড়িটা সারাবো।

জ্রুরী তালিকা আছে ব্যাগের পকেটে
কম্পিউটারে ক’টা, ক’টা নিউ ট্যামপ্লেটে।

কবিতা কোথায় ছিলো টেবিলে না নোটে
আহ যদি রাখিতাম তখনি এ ঠোঁটে!

ঠোঁটেতো রয়নি বানী রয়না কখনো
ঘুমোবার ঘোরে তা যে বুঝিনি তখনো।

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field
X