কবিতা বিশেষ সংখ্যা

৫টি কবিতা | জাহিদ সোহাগ | উৎসব সংখ্যা ২০২৪

দিনের শেষে যেন ভিখিরি, উপদেশ, তোমার মলিন বস্ত্র দেখি, গৃহে ফিরে যায়;

দুপুরে, গনগনে ক্রোধের জন্য এখন দুঃখ হয়; মনে হয় বসি তোমার চুলার পাশে, লকলকে আগুনে ঢেলে দেই প্রেমের শিখা;

ওই হাড়িতে কী ফুটছে? মন ও মনীষা টুকরো-টাকরা হয়ে আছে রাঁধতে কীসের ব্যাঞ্জন?

আর তোমার বেঁচে-যাওয়া জলে ধুয়ে নেই রূঢ় হাতমুখ; আর অন্ন মেখে খাই তোমারই প্লেটে, মুখোমুখি;

ভাবো, তোমার হাড় কিছুটা মাটিতে মিশে গেছে, কিছুটা দগ্ধ; তবু তোমার মুখ দিনের চেয়েও উজ্জ্বল; কখনও আমাকে পেয়ে গেলে পথে, বলবে, ফের বলবে;

তুমি মাছ, জল ছাড়াও বেঁচে থাকো শুখা মাটির মর্মে; তখন হয়ত আমি মাটিতে শয্যা বিছিয়ে চোখের ভেতর জ্বালিয়ে রেখেছি গুড়ো গুড়ো নক্ষত্র; তখনও তুমি বলো, বলো…

তোমাকে কাঠ ভেবে খোঁদাই করেছি সারারাত্রি; এখন যাও, তোমার বুক মেলে ধরো পাখিদের দিকে;
পাবে, পাবে আরো রহস্যের পথ, হারাতেও পারো অরণ্যের জটিলতায়; আর আমি আরেকটি কাঠ নিয়ে ভাবছি, শিল্প কেবলই শিল্পীর অন্তর্দাহ বাড়ায়?

যদি হতই একটি নৌকা, সঙ্গে নিয়ে বিবিধ জলচর, রাত্রি শেষে নিভন্ত আকাশের নিচে শুরু করা যেত সরল আরেকটি দিন;

তোমার কথা ভাবতেই, লাফিয়ে ওঠে ঘোড়া, যে ছিল মৃত পায়ের উপর দাঁড়িয়ে; হয়ত ছিল অচিহ্নিত মর্মে কিছুটা হাওয়া, ডেকে ওঠে চিহিহিহি…
আমি তোমার ডাক ভুলিনি, পেশিতেও থই থই সমুদ্র; তুমি তোমার আগুন দৃঢ় করো আর শুয়ে পড়ো, আর বলো, সে যেন অতীত থেকে কেবল তরবারির দ্যুতিই চেয়ে নেয় বানাতে একেকটি মায়া হরিণ;

দুহাতে জঞ্জাল সরিয়ে তোমাকে পাব, এক দুপুরে;

কোনো ঘুঘু ডেকে ডেকে যদি অবশ করে তোলে আমাদের, তুমি তোমার দুটি ইরেজার ঘসে ঘসে আমাকে জাগিয়ে তোলো মর্সিয়া থেকে;

আমি নোনাধরা দেয়ালের পাশে বেড়ে ওঠা কামরাঙা গাছ; আমার হাতের দশটি আঙুল ছিটকে গেছে মার্বেলের মতো;

আমাকে স্পর্শের সরলতা দিয়ে প্ররোচিত করো সমুদ্র ছিনতাইয়ে;

রাখো এইটুকু, শরীর অথবা অংশত কিছু; অনেক ঝড়ের শেষে পাখিও শস্যের মতো বিস্রস্ত;
এখনও পুরনো ছুরিটি বহু রক্তের গাদ মেখে জ্যান্ত; সে যদি নাইতে পারে আগুনে-জলে, আমিও চকচকে, ঝা-যুবক;

তারচেয়ে এসো, কফিশপে বসি অনেক ক্লান্তিতে জমাট বেঁধে; কাচের বাইরে চোখ রেখে পান করি পরস্পরের তেতো;

আর, তারও আগে, ময়দার খামির উপর নাচি নাচি নাচি, আর গনগনে গুহায় সেঁকি অন্তর্গত বিস্কুট;
ওই তো শিশুসদনের ডায়নিংয়ে রাতের নক্ষত্র নামছে;

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field