কবিতা

শেলী নাজ | অনীহা | কবিতা

অনীহা, আমিও জানি কত ক্রূর তার তেতো স্বাদ
চুম্বনের পর ফুটে থাকে নোনা অভ্র, বিষফুল
সম্পর্করহিত ডালে আর লুব্ধ, নীল হাওয়ায়
জড়ো হয় শীতরেণু, অনিচ্ছুক তোমার আঙুল

এসেছি অনেক দূর তোমাদের ধাঁধাকুঞ্জ ফেলে
আঙরাখা খসে তবু জাগে গত জীবনের লাশ,
বিল্বপত্রমোড়া মমি জানে তার লুকনো গুঞ্জন
বালিয়াড়ি ভেঙে খুঁজি বিন্দুজল, এমন প্রবাস

তোমার অনীহা আজো লেগে আছে আমার বিরহে
চাঁদের রোয়ার মত যেন কালো রাত্রিটির দেহে !

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field