বিশেষ সংখ্যা কবিতা

তিনটি কবিতা | ফেরদৌস হৃদয় | গণঅভ্যুত্থান সংখ্যা

Ferdous

গণঅভ্যুত্থান সংখ্যা

আমি এখন বিশাল আকাশের সাথে ঘাসের কাছে দাঁড়িয়ে থেকে অনেক আকাশ দেখি…
অনেক আকাশ দেখাই আমার একমাত্র কাজ।
আকাশের অনেক চোখ কেঁপে কেঁপে চেয়ে থাকে।
সে জলন্ত চোখের ভেতর আমি তোমাদের দেখছি।
তুমি। তোমরা। প্রত্যেকেই। তোমাদের ইতিহাস কেবল জ্বলজ্বল করছে,জলন্ত চোখের ভেতর পুড়ছে না..

কোনো আঙুল নেই
তবু পিয়ানোর রিডের মতো বেজে যাচ্ছে ভোকাল কর্ড….
বিশুদ্ধ লাল,নীল, বেগুনি, গোলাপি শব্দ।
শব্দের রঙধনু যেন ছেয়ে গেছে আকাশ।

কেবল তোমাদের কানগুলো গাছের পাতার মতো উড়ে যাচ্ছে যেদিকে বাতাস..
থমকে দাড়াবার স্পর্ধাটুকু নেই..

তবু আনন্দ।
আনন্দ। আনন্দ। আনন্দ।
মানুষ সমস্ত শোকের উপর আনন্দ হয়ে উঠতে চায়। মানুষের সমস্ত শোক যেন রুমাল।ঘাম মুছে দেয়। রক্ত মুছে দেয়। ক্লান্তি মুছে দেয়।
আনন্দ। আনন্দ। আনন্দ।
তবু আনন্দ।
মানুষের সমস্ত মৃত্যু সবুজ পাতা হয়ে শুধু বাতাসে নড়ে যেতে চায়..

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field