তীরন্দাজ Blog কবিতা সালেহীন শিপ্রা | উপচানো হাসির পাশে | কবিতা
কবিতা

সালেহীন শিপ্রা | উপচানো হাসির পাশে | কবিতা

তোমাদের হাততালির পাশে
অযথা খরচ হতে থাকা
এক বহুদামী নোট হয়ে ফুরিয়ে গেলাম।
সুরের পসরা থেকে কিনে আত্মার বাঁশিটি
প্রিয় সুরে বাজানো হলো না,হায়!
একটা জীবন
আমি জুয়া ভেবে খেলে খেলে ফুরিয়ে গেলাম।
জ্যোৎস্না পড়ে থাকা মর্মরিত বনে
ঝরে ঝরে পড়াদের হলুদ সভায় আসন্ন মৃত্যুও
দূর থেকে কী দারুণ!
এইভাবে দেখেছো আমায়।

ফুলহীন মান্দারের ঝোপে রোদ হয়ে
পড়ে থাকা কাঁটাবিদ্ধ আলো,
খাদ্যগুদামের পাশে
পড়ে থাকা তুচ্ছ বালু-স্তুপ,
এখন আমাকে এইসবে ব্যখ্যা করা যায়।
অথচ তুমুল বিভ্রান্তির দিনেও গোলাপবনের মত ফুটে থাকা প্রেম,তাকে কামনা করেছি।
চেয়েছি
উপচানো হাসির পাশে
মৃদু হাসির নদী হয়ে বয়ে যাওয়াটুকু।

এসো শুরু করি তবে
শেষ পৃষ্ঠা থেকে ক্রমাগত পূর্ববর্তী পৃষ্ঠার দিকে ।
যেন সংকুচিত হচ্ছে ব্রম্মান্ড এখনকার প্রসারিত হওয়া শেষে৷
ফলে মৃত্যু থেকে ফিরছি জন্মের দিকে।
কবর থেকে উঠে আসছি দুনিয়ায়।

Exit mobile version