অবশেষে…
প্রিয় পাঠক, আমাদের এই ভূখণ্ডে ‘জুলাই আন্দোলনে’র কিছুদিন পরেই সীমান্তের ওপারে শুরু হয় ‘রাত দখল’-এর আন্দোলন। জুলাই আন্দোলন নিয়ে তীরন্দাজ একটি বিশেষ সংখ্যা করেছে। এরপর ইচ্ছে ছিল ‘রাত দখল’ নিয়ে একটা বিশেষ সংখ্যা করবার। সেইভাবে লেখকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা লেখাও দিলেন, অনেকের কাছ থেকে লেখা পাওয়ার প্রতিশ্রুতিও পেলাম। কিন্তু এর মাঝে হঠাৎ করে তীরন্দাজ-এর ওয়েব সাইটটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিল। থমকে গেল প্রকাশনার কাজ। অবশেষে সেই সমস্যা কাটিয়ে সংখ্যাটি লেখকদের সামনে হাজির করতে পেরে আমরা আনন্দিত। সময় মতো প্রকাশের প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারিনি বলে সীমান্তের ওপারের লেখক বন্ধুদের কাছে দুঃখপ্রকাশ করছি। সংখ্যাটি কেমন লাগল, আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লেখার ইমেইল অ্যাড্রেস : eteerandaz@gmail.com
সবার জন্যে শুভকামনা।
আমিও কাঁপছিলাম | বিদিশা সরকার | কবিতা | রাত দখল
প্রাথমিক স্তরের পরে আয়োজন বর্ণাঢ্য না হলেও চলে ‘
মান্যতা দিলাম
বাইরের চলাচল হর্ন সিলিন্ডার আছড়ে ফেলা
সাইলেন্সার পাইপ খুলে দাপিয়ে বেড়ানো সুশীল সমাজ
আর কী কী?
তোমার মতো আমিও কাঁপছিলাম
সেন্টিগ্রেড ফারেনহাইট স্টেথো
কোন কোন জায়গা ছুঁয়েছিল?
ভাবের ঘরের চাবিটা হারিয়ে গেলে
প্রতিপক্ষের উল্লাস শকুনীর মাস্টারমাইন্ড ধরা যেতেই পারে
ধরা আর ছোঁয়া
বাই লিঙ্গুয়াল
অপারেশন থিয়েটার যার মুখস্ত হয়ে গেছে তাকে ইউরিনালের অন্ধকারে ঠেলে দিয়ে
লোকালয়ে হারিয়ে যায় যারা
তাদের বিষয়েই তো উভয়ের সুদীর্ঘ আলোচনা
তারপর জনশূন্য এই নগরীতে লুব্ধকের বকলস খুলে দিয়ে
লাগিয়ে দেব পাঙ্গা
স্কিফিং ডগের সঙ্গে
নীরবে চাহিয়া রব’
অলৌকিকের হাততালির শব্দ হয় না।