কাউকে বলি না
তোমাকে অবলম্বন করি
প্রচণ্ড খিদে পেলে…
অপমানের তাড়ায় ছুটতে ছুটতে…
লাশ হয়ে যাওয়ার ভয়ে অন্ধকার ঝোপে লুকিয়ে…
আমি কেবলই তোমাকে অবলম্বন করি
আমি কিন্তু কাউকে বলি না যে, তুমি আমাকে ঘৃণা করো খুব
তুমি আমাকে ভুলে গিয়েছ কবেই
গা থেকে পোকার মতো ঝেড়ে ফেলেছ চুপচাপ একদিন…
বলি না, কারণ
বললে ভালোবাসা কষ্ট পাবে
দু’চোখে আকুল জল নিয়ে থরথর করে কাঁপবে
তাই
প্রচণ্ড খিদে পেলে…
অপমানের তাড়ায় ছুটতে ছুটতে…
লাশ হয়ে যাওয়ার ভয়ে অন্ধকার ঝোপে লুকিয়ে…
আমি কেবলই তোমাকে অবলম্বন করি
হেরে যাওয়ার মতো সহজ আনন্দ এই পৃথিবীতে নেই!
জানলা
সকাল অবাক
আমি লিখছি না
দেখছি শালিক খুঁজে পেল তার অন্ন…
অশোক ফোটাল ফুল পাশের বাগানে…
সকাল অবাক
আমি লিখছি না
এই অনুমানে!
তুমি কবি নও
একবার চেনা দাও, একবার চিনতে পারো না
তুমি কবি নও,
তোমার ময়ূরপঙ্খী ঠাটবাটে ডুবে গেছে আমার ধারণা
সবার হাতেই আছে ওই ক’টা শব্দ…
যে যার জীবন দিয়ে মাখে…
ক্ষমতা এখানে ধ্বজা ভেঙে পড়ে থাকে!
পুরনো কীর্তির গল্পে
টিকে আছ তুমি…
টিকে আছ, এটুকুই, তেমন গাঢ় না…