তীরন্দাজ Blog কবিতা মানুষমাত্রই ব্যথার | ফসল আবু তাহের | কবিতা উৎসব
কবিতা বিশেষ সংখ্যা

মানুষমাত্রই ব্যথার | ফসল আবু তাহের | কবিতা উৎসব

নারী আলো, পুরুষ পতঙ্গ অথবা এ এক বিপরীতমুখী অভিগমন। স্বাদ তৃপ্তির ঘাতক। তৃপ্তির প্রজন্ম সুখ, সুখের গর্ভে ব্যথার ভ্রুণ। তবুও কেন মেঘ সেচে জল ঢাল? ফসলের হাহাকার নিয়ে ক্ষেতের নাভীমূলে জেগে থাক সবিনয়ে? তোমরা যে বীজ বপন কর, অঙ্গুরীয় কালো বীজ আর কর্ষণ কর ঘামের লবণ। একদিন ফসলের মৌসুমে এই সন্তপ্ত বৃক্ষে শুধু ব্যথা ঝরবে – ব্যথা।

Exit mobile version