তীরন্দাজ Blog কবিতা পরিচিত নামের সন্ধানে | মুহিন তপু | কবিতা উৎসব
কবিতা বিশেষ সংখ্যা

পরিচিত নামের সন্ধানে | মুহিন তপু | কবিতা উৎসব

ক্লান্ত দিনের আলো, বাড়ি ছুইছুই—কোথাও ঘুম ভাঙে মাগরিবের। গানে সুর ধরলে মুয়াজ্জিন, কাঁসার থালায় বেজে ওঠে সন্ধ্যা, ঘরে ঘরে সন্ধ্যাবাতি জ্বলে। বালকেরা ধুলো ঝেড়ে ঘরে ঢোকে। দূর-দিনে এমন দেখেছিলাম। এই কিছুটা বর্ণনা….

সাঁকোর পাশে এটা কি আলোদের গ্রাম? লাঠি হাতে অপরিচিত বুড়ো চায় পরিচিত নামের সন্ধান…

সাঁকোটা পার হলে এতদিন তাই জানতো লোকে। উনাকে বললাম।

Exit mobile version