ত্রিপুরাকে বগলদাবা ক’রে
উড়ল চক্রবাকী,
মেঘের আলাপ আকাশ-সন্তুরে,
ও রাজকন্যে, নাকি
গায়ত্রীটা ঘুমেই হবে গাওয়া,
সূর্যদেবও শীতে
মিথের কাঁথা মুড়ি দিয়ে হাওয়া?
ডুম্বুর-আরশিতে
হাল্কা কাঁপে পদ্মের পাপড়িতে
আঁকা এক মুখানি,
কে এক বটুক আসমানি সিঁড়িতে
পা হড়কাল জানি।