তীরন্দাজ Blog কবিতা অনুবাদ কবিতা রুপি কৌর | সায়মা জাহান অনূদিত | কবিতাগুচ্ছ
অনুবাদ কবিতা কবিতা

রুপি কৌর | সায়মা জাহান অনূদিত | কবিতাগুচ্ছ

রুপি কৌর একজন কবি, শিল্পী। একুশ বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে লেখা শুরু করেন, ছবি আঁকছেন এবং “মিল্ক অ্যান্ড হানি” নামে নিজের কবিতার বই নিজে প্রকাশ করেছেন। এর পর “দ্যা সান অ্যান্ড হার ফ্লাওয়ারস” প্রথম বইয়ের পরের পর্বের মতো আসে আর প্রশংসিত হয়। এই বই দুটি আট মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে আর চল্লিশটির বেশি ভাষায় অনুদিত হয়েছে। “হোম বডি” যার বাংলা নামকরণ করেছি “দেহঘর” – এটি তার তৃতীয় বই। রুপির কাজ ভালোবাসা, প্রেম, ক্ষতি, হারানোর অনুভুতি, আতঙ্ক, নারীবাদ, অভিবাসীদের যন্ত্রণা এইসব বিষয় নিয়ে। মঞ্চে তার কবিতা পাঠ এক অনবদ্য উপস্থাপনায় রূপ নেয়।

অনূদিত কবিতা দেহঘর

অধ্যায় ১

মন


আমি আমার জীবনের অন্ধকারতম ঘরে আছি


আমি কেমন করে আমার মনকে
আমার ত্বকের তলে রাখি
আমি খুব ইন্দ্রিয়প্রবণ

১০
আমার মন ছুটে চলছে অন্ধকার কোণার দিকে
আর ফিরে আসছে কারণ
আমি কেন যথেষ্ট নই

১২
যখন আমি শান্ত হবো
আমরা যৌন অত্যাচারের কথা বলতে পারবো
আর তারা
চিৎকার করে মিথ্যাবাদী হওয়া বন্ধ করবে

১৩
হতাশা নিঃশব্দ
এটি আসছে তুমি কখনো শুনতে পাবেনা
আর হঠাৎ এটা
চিৎকার ধ্বনি দিয়ে তোমার মাথায়
ঢুকে পড়বে

১৪
আমার মন
আমার দেহ
আর আমি
সবাই এক জায়গায় থাকি
কিন্তু মনে হয় যেন আমরা
সম্পূর্ণভাবে ভিন্ন তিনটি লোক

– পরস্পর বিচ্ছিন্ন

১৫
যখন অন্য সবাই
তাদের যাপিত জীবনের রঙে ছিলো
বিষণ্ণতা আমাকে হতাশাগ্রস্ত করে রেখেছিলো

১৬
কোন কিছুই চিরকাল টিকে থাকেনা
সেটাই তোমার থেকে যাওয়ার কারণ হোক
এমনকি এই অসুস্থ জটিল দুর্দশাও
টিকবেনা

– আশা

১৭
আমি এর বেশি আর কোন কিছুই কখনো জানিনি
তীব্র উদ্বেগের চেয়ে বেশি এই নৈঃশব্দ্য

১৮
যদি তুমি মেনে নিতে পারতে
নিখুঁত হওয়াটা অসম্ভব
কে তোমাকে আটকাতো ঘোর হওয়া থেকে

১৯
তুমি একাকী
তবে তুমি নিঃসঙ্গ নও

– একটা পার্থক্য তো আছেই

২১
শোষণ থাকে না শুধু
প্রেমের সম্পর্কে
শোষণ থাকতে পারে
বন্ধুত্বে

২৫
টিকে থাকার অপরিহার্যতা
আমার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দেয়

২৭
আমি বিশ্বাস করছি অনিশ্চয়তাকে
আর বিশ্বাস করছি আমি পারবো
শেষ করতে কোথাও
সঠিক আর ভালো কিছু

২৮
এর মধ্যে কোথাও কোন ভুল নেই তোমার
এটাই বেড়ে ওঠা
এটাই পরিবর্তনশীলতা
তোমার নিজের প্রতিরক্ষা
বিশৃঙ্খলায় হারিয়ে যাওয়া
নির্দিষ্ট করে ওঠা
ব্যবহৃত বোধ করা
অযত্নে পড়ে থাকা
আশা হারিয়ে ফেলা
জ্বলতে থাকা
এই তো ভয় পাওয়া
এটাই পদ্ধতি
এভাবেই টিকে থাকা
এভাবেই বেঁচে ওঠা

– যাত্রা

২৯
যখন তুমি নিজেকে ভালোবাসতে না পারো
তখন তুমি সবকিছু হারিয়ে ফেলো

– আর যখন তা পারো তখন সবকিছু পেয়ে যাও

৩০
আমার নিকৃষ্ট দিনগুলো আমি নই
আমার সাথে যা যা ঘটেছে তা আমি নই

– স্মরণিকা

Exit mobile version