তীরন্দাজ Blog কবিতা আবদুল্লাহ জামিল | সম্পর্ক | কবিতা
কবিতা

আবদুল্লাহ জামিল | সম্পর্ক | কবিতা

দৃঢ়তার ঝুলিতে রাখা আছে সংকল্প
কিন্তু ভুলের পাহাড় থেকে গড়িয়ে পড়ছে
ব্যর্থতার অমোচনীয় সেই সব গ্লানি
যার দগদগে ঘায়ে বার বার লবণ ছিটানো

প্রত্নতাত্বিক খোঁড়াখুঁড়ি চলছে নিয়ত
রত্নের বদলে উঠে আসে ক্লেদাক্ত কাহিনি
দূরে ছিটকে যায় একদা প্রিয় সম্পর্ক
এভাবেই দূরে সরে যায় প্রিয়জন

Exit mobile version