যদি ফিরে আসি প্রত্যাবর্তন হয়ে
মাছেদের মিছিলে লাল কানকোয়
আঁশটে অগাধ ঘ্রাণ লয়ে
তবে চিনে নিও লাল বেদনায় চুপিসারে
যদি ফিরে আসি কাঠঠোকরার অদম্য ঠোঁটে
ধাধাঁর মতো শক্তি লয়ে
অন্যের বুক চিড়ে বাঁধানো নিজের ঘরে
জানবে বেদনারা দল দলে কাঠঠোকরা হয়
যদি আসে আধেক চাঁদ আকাশে
আধেক কারো চোখে
তবে জেনে নিও বকুলের ঘ্রাণ
আমার হয়ে বাঁশি বাজাবে,
এ ব্যথার উপশম ঘটেনি আমাদের
যদি হিজলের তলায় জমা হতেম জল হয়ে
জীবনের বাসনায়, রেখে যেতাম আমিও
তৃষ্ণার আয়োজন।