তীরন্দাজ Blog কবিতা নীলাব্জ চক্রবর্তী | কবিতাগুচ্ছ
কবিতা

নীলাব্জ চক্রবর্তী | কবিতাগুচ্ছ

রাফনেস ইনডেক্স

অথচ পরিচিত দৃশ্যে
কখনও
আমি খুব রাস্তা
দেখতে দেখতে একটা অন্যমনস্ক গান
বরফের ভেতর বরফ হয়ে
তার পুরনো ছায়ারা
ভাবি
রাফনেস ইনডেক্সের কথায়
কতটা সমুদ্র হলে
উদার
একটা দিন
কোথায় যেন স্মৃতি হচ্ছে হচ্ছে…

নীল একটি মুদ্রা

তো এই নগ্ন ইশতেহার
কাঁপছে
সম্ভাব্যতায়
ছায়ার স্বেদ ও মাংসে
না
বলতে বলতে
যে বিজ্ঞাপনী চোখ
ভ্রমের অতীত এক শীতল রঙ
কার কাছে
ফ্রেম বাই ফ্রেম লেখা স্নায়ু
ধাতু ও গুণের মাঝে পড়ে থাকা
মুদ্রায় নীল হচ্ছে…

ঘর

একটা ভারী ঋতু
ক্যামেরায় পড়ে যাচ্ছে বারবার
নতুন হয়ে একটা যে কথা
আয়নাডোবা হরফে
হাতড়ে হাতড়ে
কাগজের ওপিঠেও কাগজ
কখনও ছিলোই না
একটা খোলা রঙে
এই ঘর
ভুলে যাওয়া জ্যামিতির মতো
আলগা আলগা
রিদম ভালবেসে কার নাম
খুঁজেপেতে
শান্ত কাঁচ পড়ছে…

ছায়া

স্রোত একটি বিপরীত রেখায়
ক্লু দিচ্ছে
একটা জিজ্ঞাসার মতো কী যেন হয়ে
আলো পর্যন্ত
রঙ
একটা সম্পর্ক
হাতের তালুতে ঘষতে ঘষতে
নির্জন
একটা দুটো আড়ষ্ট পংক্তি
শুধু শুধু
কথার ওপর কথা হয়ে যাচ্ছে
শরীরের বাইরে একটা সময়
পড়ে যাচ্ছে
জানলা বদলে বদলে
হাত আর হাতের লালচে ছায়া…

Exit mobile version