তীরন্দাজ Blog গদ্য শেহেরজাদ ও রাগী সম্রাট : যুদ্ধ নয় শান্তির নতুন গল্প
গদ্য সংবাদ

শেহেরজাদ ও রাগী সম্রাট : যুদ্ধ নয় শান্তির নতুন গল্প

তীরন্দাজ প্রতিবেদন

আরব্য উপন্যাসে শেহেরজাদ একজন ফারসি পৌরাণিক চরিত্র। একজন অত্যাচারী শাসককে রাতের পর রাত মোহিত করে রাখার জন্যে গল্প বলে যায়। শেহেরজাদ এভাবে নিজেকে এবং হাজার হাজার সম্ভাব্য যুবতী নারীদের সে মৃত্যুর হাত থেকে বাঁচায়। কানাডার মন্ট্রিয়ালে বসবাসকারী লেখক এবং চিত্রকর নাহিদ কাজেমির “শারজাদ অ্যান্ড দ্য অ্যাংরি কিং” নামে শিশুদের জন্য একটি বই লিখেছেন, যে বইতে আরব্য উপন্যাসের গল্পগুলি চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। নাহিদের গল্পের শেহেরজাদ হচ্ছে একটি ছোট্ট মেয়ে। মেয়েটি গল্পের মাধ্যমে একজন অত্যাচারী নেতাকে অত্যাচার করা থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কাজেমির জন্ম ইরানে, যে-দেশটির অত্যাচারী শাসকদের সম্পর্কে বিশ্ববাসী অবহিত। তবে কাজেমি বলেছেন তার বইটি স্বৈরশাসকদের সম্পর্কে নয়। এটি শিশুদের কাছে এমন একটি বার্তা দেবে যে যুদ্ধ এবং সহিংসতার পরিবর্তে আলাপ-আলোচনা ও জ্ঞানচর্চার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা যায়। বইটির ফরাসি অনুবাদের নাহিদ কাজেমি ফ্রান্সে এসেছেন। ফ্রান্সের একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বইটির সারমর্ম তুলে ধরেছেন। যুদ্ধ নয়, আলাপ-আলোচনার মাধ্যমেই শান্তি আসতে পারে। দেখুন কাজেমির সাক্ষাৎকারটি ফ্রান্সের অনলাইন টেলিভিশনে।

Exit mobile version