তীরন্দাজ Blog বিশেষ সংখ্যা খুন | আহমেদ স্বপন মাহমুদ | কবিতা | গণঅভ্যুত্থান সংখ্যা
বিশেষ সংখ্যা কবিতা

খুন | আহমেদ স্বপন মাহমুদ | কবিতা | গণঅভ্যুত্থান সংখ্যা

গণঅভ্যুত্থান সংখ্যা

সকলেই চুপচাপ
ক্ষমতার পায়ে নতজানু
লুটেরা-দালাল কবি-লেখক-সাংবাদিক-
শিক্ষক-বুদ্ধিজীবী-ব্যবসায়ী সবাই চুপচাপ;

যেন কিছুই ঘটেনি—
অথচ পাতারা দুলছে
বাতাস বইছে, অক্সিজেন নিচ্ছে পশুপাখি
গনগনে রক্তের উত্তাপে জ্বলছে আকাশ;

তাজা রক্ত আগুন ছড়িয়ে দিচ্ছে
দালালেরা টের পাচ্ছে না উত্তাপ
খুন হয়ে যাওয়া শহীদদের লাশ
অভিশাপ দিচ্ছে, টের পাচ্ছে না সময়!

শোকগ্রস্ত সময়, হাওয়া ছড়িয়ে দিচ্ছে
গাঢ় বেদনা, সবদিকে বেপরোয়া আগুন
কাঁদছে পাখিরা, লতাগুল্মও ম্লানমুখে কাতর
পাতারা নুয়ে পড়ছে বিষাদে।

খুন হয়ে গেছে আমার তরুণ প্রাণ,
খুন হয়ে গেছে আমার তাজা সন্তান
বিনাদোষে, নিষ্ঠূর ক্ষমতার বলি তারা
আমাদের তবু হুশ নাই–কাঁদছে পাতারা!

এখন সময় জেগে উঠবার
টান টান মেরুদণ্ড লয়ে দাঁড়বার;

চারদিকে শুরু হোক কোলাহল, হাঁকডাক
সমতা কায়েম হোক, বৈষম্য নিপাত যাক।

Exit mobile version