শ্বেতা শতাব্দী এষ | তৃষ্ণা ও তরঙ্গ | কবিতা | উৎসব সংখ্যা ১৪৩০
কী সেই তরঙ্গ যার লালে ফুটে ওঠেচোখের আকাশ এমন তৃষ্ণায়!অপরিশোধিত রোদ কপালে লিখে দেয়ধৈর্যের নাম। কোথাও যায়নি সেব্যথার শরীর থেকে জন্মানো নদী ছুটে যায়— মায়া ও মৃত্যু ধুয়ে নির্লিপ্ত! অনেক অনেকমোহ থেকে সূত্র দাও—সাহিত্য ও সুরেরযত নাম; নয়তো বোকা তুমি; এইসব‘তাদের’ ভিড়ে বেমানান; বেমানান! উহ্য একটা ছুরি। অবিরত কাটে দশদিক।শাদাসূর্যের ট্রেন ছুটে যায়—পার হয়েআকাঙ্ক্ষার লাল।