সক্রেটিস যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে (২) | প্রদীপ রায় | নৈতিক দর্শন | মননশীল গদ্য

সম্পাদকীয় নোট কোনো সাধারণ মৃত্যু নয়, সক্রেটিসের মৃত্যু দর্শনের ইতিহাসে আমাদের মানবীয় নৈতিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রাষ্ট্র বুদ্ধিজীবীদের কীভাবে বিবেচনা করবে? রাষ্ট্রের সীমা কতটুকু? বুদ্ধিজীবীরা যেসব বিকেকী প্রশ্ন উত্থাপন করেন, রাষ্ট্র কী সেসব বিষয়ে কৈফিয়ত দাবি করতে পারে? একবারে উপন্যাসের আদলে সক্রেটিসের বিচার ও মৃত্যু নিয়ে এই লেখা। সেই সঙ্গে লেখাটি … Continue reading সক্রেটিস যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে (২) | প্রদীপ রায় | নৈতিক দর্শন | মননশীল গদ্য