‘যে প্রেম মাঠে চরে, ঘাস খায়’| শিল্পী নাজনীন | গল্পপাঠ

সম্পাদকীয় নোট গল্প আমরা লিখি, গল্প আমরা পড়ি। কিন্তু অনেকসময় গল্পটি কেমন জানা হয় না। একসময় সেটি হারিয়ে যায়। কিন্তু তীরন্দাজ এভাবে কোনো গল্পকে আর হারিয়ে যেতে দিতে চায় না। আর সেই লক্ষ্যেই এই লেখাটি। রাবেয়া রব্বানীর ‘যে প্রেম মাঠে চরে, ঘাস খায়’ গল্পটি নিয়ে লিখেছেন শিল্পী নাজনীন। একটি গল্পের মধ্যে অনুস্যূত রক্ত-ক্লেদ-স্বেদ আমাদের স্নায়ুতে … Continue reading ‘যে প্রেম মাঠে চরে, ঘাস খায়’| শিল্পী নাজনীন | গল্পপাঠ