প্রায় শূন্য | জাহিদ সোহাগ | দীর্ঘকবিতা ও কবিতার কথা

তোমার লিখনভঙ্গিমা নিয়ে | জাহিদ সোহাগ কবি বলছেন তাঁর লিখনরীতি নিয়ে। কিন্তু সত্যিই কি বলছেন? তীরন্দাজ-এর প্রধান সম্পাদক লেখাটি সম্পাদনা করতে গিয়ে এ নিয়ে দ্বিধান্বিত। এই লেখা তাঁর কাছে গদ্য বলে মনে হয়নি। কবিতাও কি? না কি এ দুয়ের ভেদরেখা মুছে দিলেন জাহিদ সোহাগ না-গদ্য, না-কাব্য। এ হয়তো, অন্য এক জ্যঁর (genre)। পাঠক পড়ে নিজেই … Continue reading প্রায় শূন্য | জাহিদ সোহাগ | দীর্ঘকবিতা ও কবিতার কথা