নিছক বৈঠকী | সৈয়দ কামরুল হাসান | আত্মগত গদ্য

লাস্ট স্টেশনে লিও তলস্তয় “সেখানে দুমাস কাটাল ইউজিন। লিজার সংসর্গে, আনন্দে আর স্বস্তিতে এই দুটি মাস যেন মধুযামিনী… লঘুপক্ষে দিনগুলো কোথা দিয়ে কেমন করে উড়ে যায়, ইউজিন ঠাহর পায় না। অনির্বেদ, গ্লানিশূন্য মনে সে চারদিকে তাকায়, দেখে কত নতুন জিনিস, নতুন মানুষ, নতুন দৃশ্য!”“কিন্তু সব ঝেড়েঝুড়ে সাফ করে দেয়া সত্বেও আবার একটু একটু করে জঞ্জাল … Continue reading নিছক বৈঠকী | সৈয়দ কামরুল হাসান | আত্মগত গদ্য