সৌমাল্য গরাই | তিনটি কবিতা | শারদীয় সংখ্যা

কুম্ভীপাক স্বকীয় বালিশ তুমি, ঘুমাও এখনঅনেক তুলোর ভারে, নির্জনতা ব্যাকস্পেসে চেপেগিয়েছে সূদুর নিরক্ষর দেশেযে ব্যথা অক্ষরহীন তার ওই মনের গভীরেকেউ ভুলে ফেলে গেছে অসমাপ্ত লেখাচৈত্রের হাওয়ায় অবোধ পয়ারে তার উপরতি জাগে অঘোর বালিশ, তবে ঘুমাও এবারস্লিপিং পিলের ঘোরে যন্ত্রণাশাবককেঁদে ওঠে সুখ চায় বিছানো জগতেসে যেন শরীর খুলে একা একা নিজের কুম্ভকেনাভিচক্র সবেগে ঘোরায়, তারপর তোমার … Continue reading সৌমাল্য গরাই | তিনটি কবিতা | শারদীয় সংখ্যা