সুমন সৈকত | কবিতাগুচ্ছ

নষ্টালজিয়া নিরুদ্দেশ হতে হতে শাদা ফেনায় এঁকেছিমানুষের ঘর্মাক্ত ললাটের জলছবি। তন্দ্রার ছলে,আন্দুলিসিয়ার প্রান্তে ফেলে এসেছিশাদা বাজপাখির ডানা, মৃত ঘোড়ার খুর–বিপন্ন বসন্ত বিকেল,আর সাঁওতাল মেয়ের শস্যবিলাস। নক্ষত্রের দীর্ঘশ্বাস নিয়েগাঙচিলের ডানায় উড়ে প্রাগৈতিহাসিক ভোরনৈঃশব্দ্য অন্ধকারেমাতৃজরায়ুতে জমাট বাঁধেআগামীর স্পর্ধা… আহা! বেদুইন, শূন্য উদ্যানে আজও খিলখিলিয়ে ওঠেনাবালিকা জৈবিক পারদসন্ধ্যা। (জললিপি বোঝনা তুমি নোনতা জলের ব্যাকরণ) নোঙর তোমার আত্মহননের পাণ্ডুলিপি … Continue reading সুমন সৈকত | কবিতাগুচ্ছ