পল্লব গোস্বামী | তিনটি কবিতা | শারদীয় সংখ্যা

ক্ষমা তোমার মনোভূমিতে নেমে এলে মনে হয়,দুঃখ ছাড়া তোমাকে আর কোনোদিনকিছুই দিতে পারিনি আমি ভরা খরায় উট আসেঅদ্ভুত খেলা দেখিয়ে চলে যায়বিদেশি বণিক বন থেকে বনান্তরেতুমি উড়ে বেড়াওভেসে বেড়াওভালোবেসে বেড়াও দুঃখ তোমাকে সেভাবে স্পর্শ করে না আর। দূরদৃষ্টিতে দেখি,তুমি ঠিক অবন ঠাকুরের ছবিকোনো বিদেশী ভাষার গান মৌলিক ক্ষমাদৃষ্টিতে দেখো আমায়,মায়ের সমান। উপহার দু’আনার দই পেপসি,চার … Continue reading পল্লব গোস্বামী | তিনটি কবিতা | শারদীয় সংখ্যা