জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের ক্রিকেটীয় উত্থান | আসিফ হাসান | মননশীল গদ্য

আধুনিক বিশ্বে খেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বা নান্দনিক তাৎপর্য অনস্বীকর্য। ঐতিহাসিক ই. জে. হবস্বম খেলাকে উনিশ শতকের শেষভাগে ও বিশ শতকের প্রথম ভাগে ইউরোপের ‘একটি অন্যতম নতুন সামাজিক অধ্যাস’ বলে অভিহিত করেছিলেন, যা সামাজিক ও রাজনৈতিক দিক থেকে ঐক্যমূলক ভাবধারা বা অনুভূতি গঠনে সাহায্য করেছিল। কারও মতে, দীর্ঘমেয়াদী কিংবা রক্ষণশীল ধারণার বশবর্তী হয়ে বৌদ্ধিক দূরদৃষ্টির … Continue reading জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের ক্রিকেটীয় উত্থান | আসিফ হাসান | মননশীল গদ্য