আমার সিদ্ধান্ত ফাইনাল | সব্যসাচী মজুমদার | প্রবন্ধ | শারদীয় সংখ্যা

রূপক চক্রবর্তীর কবিতার মেজাজকে পুরোপুরি তুলে ধরার জন্য শিরোনামটি বিশেষ অসফল নয়। বরং ,বলা যেতে পারে অনেক বেশি ঘনিষ্ঠ। অন্তত বাংলা কবিতার ঘনিষ্ঠ পাঠকেরা এ ব্যাপারে সচেতন যে রাজনৈতিক ও প্রাতিবেশিক বিষাদ আর শ্লেষ সমান্তরালভাবে গতিধারণ করেছে অকাল প্রয়াত কবির কবিতায়। সঙ্গে যথাযোগ্যতায় ব্যবহৃত হয়েছে একটি স্বপ্রতিভ মার্জিত আরবান ভাষা, যা রূপকের কবিতাকে করে তুলেছিল … Continue reading আমার সিদ্ধান্ত ফাইনাল | সব্যসাচী মজুমদার | প্রবন্ধ | শারদীয় সংখ্যা