অপ্রাসঙ্গিক | তন্ময় ভট্টাচার্য | কবিতা | শারদীয় সংখ্যা

১ আমাদের যুদ্ধগুলি খেলার আড়ালে বেশ ডাগর হয়েছেঘোড়াপ্রতি বাজি আর বাজিপ্রতি বিস্ফোরণে আহত অনেকএসব নিমিত্তমাত্র, আসলে শাসনতন্ত্র পুরুষ্টু এমনআমাদের ঘোড়াগুলি ময়দানি ঘাসে বেশ অগুন্তি পাঁজরপাঁজর অর্থাৎ পথে পড়ে-পড়ে ফ্যান চাওয়া, বিলিতি শকুনপাঁজর অর্থাৎ স্মৃতিচারণা ও কবেকার তেতাল্লিশ সালআমাদের যুদ্ধগুলি হাতে-হাতে নিয়ে এল শান্তির বচনবুদ্ধের খাতিরে এই জঙ্গনামা পুড়িয়ে ফেলুন! ২. একটি দোদুল্যমান পাখা হইতে দুলে-দুলে … Continue reading অপ্রাসঙ্গিক | তন্ময় ভট্টাচার্য | কবিতা | শারদীয় সংখ্যা