অরোরা আলোয় | আধুনিক স্ক্যান্ডিনেভীয় কবিতা | দ্বিতীয় গুচ্ছ | অনুবাদ : সুব্রত অগাস্টিন গোমেজ

লেখাটি পড়তে ৫ মিনিট লাগবে এর আগে অনূদিত স্ক্যান্ডিনেভীয় কবিতার প্রথম গুচ্ছটি প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশিত হলো দ্বিতীয় গুচ্ছ। এতে সংকলিত হলো কবি সুব্রত অগাস্টিন গোমেজের অসামান্য অনুবাদে সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ডের ১০ কবির কবিতা। কারিন বোয়ে (সুইডেন – ১৯০০-১৯৪১) আমি করতে চাই মোকাবেলা… অস্ত্র-হাতে বর্মে-ঢাকা এসেছিলাম আমিগর্জাতে-গর্জাতে—ঢালটা আমার ছিল ঢালাই-করাভয়ে ও লজ্জাতে। ছুঁড়ে ফেলতে … Continue reading অরোরা আলোয় | আধুনিক স্ক্যান্ডিনেভীয় কবিতা | দ্বিতীয় গুচ্ছ | অনুবাদ : সুব্রত অগাস্টিন গোমেজ