ওরা শুধু চেনে ঝিরিপথ আর উত্তল দুই চূড়া
একা যায়নি তো, সাথে আছে বন্ধুরা
কটেজের মুখ লাগোয়া সিবিচ ঘিরে
ওরা ঘুরে আসে। অথচ পাশেই
মানে কটিদেশ পেরিয়ে মাত্র দু’কদম এগুলেই
ম্যানগ্রোভ বন। ঊরুসন্ধির সন্ধান পেয়ে ফের
মাটি ফুঁড়ে ওঠা, শ্বাসমূল ধরে কতো না রহস্যের
কুল ও কিনারাগুলি।
ওসব না দেখে, কথা বলে ওরা
আর জলসাতে ছুঁড়ে দেয় ফাঁকাবুলি
সাজানো আগুনে ক্যাম্পফায়ারের পাশে
তব জঙ্ঘার খোঁজ পেয়ে যেন ট্যুরিস্ট পুলিশ আসে!
অথচ তোমার দেহের ভূগোল স্বয়ং ইবনে সিনা
খুব যে চিনেছে, স্বয়ং খোদাও বললে তা মানছি না।
আচ্ছা মার্কোপোলো
তামাম দুনিয়া ঘুরে বেড়িয়েছো
সাক্ষ্য দাও তো, বলো –
বলো সে রূপের সামনে চীনের প্রাচীর শুধুই নয়
বিস্ময়ে মাথা নিচু করে খোদ অলঙ্ঘ্য হিমালয়।