শ্যামলকান্তি দাশের কবিতা | বিপ্লব গঙ্গোপাধ্যায় | গদ্য

কবি শ্যামলকান্তি দাশের সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্তি উপলক্ষ্যে এই লেখা ‘এই আনন্দ দেখব বলেই মরপৃথিবীতে আমরা কত বছর জ্যান্ত হয়ে আছি’– শ্যামলকান্তি দাশ কবিতার কারুকৃতি জুড়ে ঘরবাড়ি গড়ে ওঠে শব্দ আর অনুভবের এক মায়াবী স্থাপত্যে। একটার পর একটা লাইন পেরিয়ে আমরা কবির বাড়ির দিকে যাই। যেখানে ছায়া ছায়া ধানখেত, ‘নবীন ধানের গান মেঘে জলে কত কী … Continue reading শ্যামলকান্তি দাশের কবিতা | বিপ্লব গঙ্গোপাধ্যায় | গদ্য