নির্ঝর নৈঃশব্দ্য | তোমার চশমা | কবিতা

তোমার চশমাটা ভেঙে যাবে।বললে, ‘ভেঙে যাক’। জানালার কাচেবৃষ্টি এসে দাগিয়ে যাচ্ছে হাঁস,হাঁসগুলি ধরে আসো বানাই ইতিহাস।ঘরের মধ্যে শামুক খুলে হাঁসেদের ডাকিতাদের পালকে বৃষ্টির পাখিগড়িয়ে ঝরে যায়, গড়িয়ে পড়ে ধায়।ডুবে যাচ্ছে মাছ, ডুবে যাচ্ছে গাছতোমার চশমাটা সরিয়ে রাখি। গাঢ় গান হলে নিকোটিন মধুতোমার ঘরের বাহিরে জড়িয়ে বাড়ি,তোমার ঘড়ির কাঁটায় গেঁথে দিয়ে দিঠিচিঠি লিখি তুমি ছেড়ে যাবে … Continue reading নির্ঝর নৈঃশব্দ্য | তোমার চশমা | কবিতা