আশান উজ জামান | গল্পপরীর ডানায় ভেসে, গানের পাখির রঙে | স্মৃতিকথা

যেখানে যাই, যত কাজই থাকুক, সব ফেলে আমি গিলতে থাকি চারপাশের মানুষজন আর ঘটনাপ্রবাহ। কে কী করছে, কী ঘটছে কোথায়, দেখতে থাকি হা করে। ছোটবেলায়ও তা-ই করতাম, বাজারে ঘাটে পথে মাঠে কাজে গিয়ে কাজ ভুলে মেতে থাকতাম এই হা করে চারপাশ গেলার কাজে। মা-চাচিরা তাই আমাকে ‘হা-করা’ বলত। খুব একটা ভালো তকমা এটা না, তবু … Continue reading আশান উজ জামান | গল্পপরীর ডানায় ভেসে, গানের পাখির রঙে | স্মৃতিকথা