তীরন্দাজ Blog গদ্য আজই ঘোষিত হবে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৩ | সংবাদ
গদ্য সংবাদ

আজই ঘোষিত হবে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৩ | সংবাদ

তীরন্দাজ প্রতিবেদন

আজ ২৭ জুন, কমনওয়েলথ ফাউন্ডেশনের ছোটগল্প প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ইতিমধ্যে আঞ্চলিক পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন : আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকার হানা গ্যামোন, এশিয়া থেকে সিঙ্গাপুরের অ্যাগনিউ চিউ, কানাডা-ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের রু ব্যালড্রাই, ক্যারিবিয়া থেকে জামাইকার কমে ম্যাকপারসন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিউজিল্যান্ডের হিমালি ম্যাকলিন্স। আঞ্চলিক পুরস্কাপ্রাপ্ত গল্পকারদের প্রত্যেকের অর্থমূল্য ছিল ২৫০০ পাউন্ড। যিনি সেরা গল্পকার হবেন তিনি পাবেন ৫০০০ পাউন্ড। শ্রেষ্ঠ ছোটগল্পকারের পুরস্কারটি কে পেতে চলেছেন এখন তারই প্রতীক্ষা। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ফলাফল জানা যাবে।

প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে কমনওয়েলথ ফাউন্ডেশন। এবার ১৯টি দেশ থেকে সমসংখ্যক গল্পকারের ৬৬৪২টি গল্প জমা পড়েছিল। আঞ্চলিকভাবে পুরস্কারপ্রাপ্ত সবার গল্প অভিজাত গ্রানটা পত্রিকায় প্রকাশিত হবে। পুরস্কার না পেলেও বাংলাদেশের আরমান চৌধুরীর গল্প শর্টলিস্টে ছিল। তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাংলাদেশে ছোটগল্পকার হিসেবে বিশেষ পরিচিত নন। তবু শর্টলিস্টে থাকার কারণে এই খবরটি প্রধান প্রধান মিডিয়ায় আসতে পারত। বিস্ময়কর হচ্ছে বাংলাদেশে এখন ছোটগল্পকার হিসেবে যারা পরিচিত তাদের কারও গল্প পুরস্কৃত যেমন হয়নি, তেমনি শর্টলিস্টেও ছিল না।

বিস্তারিত আসছে

Exit mobile version