কবিতা বিশেষ সংখ্যা

৩টি কবিতা | মাসুদার রহমান | উৎসব সংখ্যা ২০২৪

কৃষি খামারের দিকে যে কোন দুপুর
ক্লান্ত হয়ে
পাওয়ার টিলারের পাশে শুয়ে থাকে

তুমুল চাষের পর; সদ্য স্টার্ট বন্ধ্ যে পাওয়ার টিলার-

তাঁর এঞ্জিন থেকে তখনো উত্তাপ ওঠে
লাঙল টানা গরুর শরীরের

লাল ট্রাক্টর লাঙল চালিয়ে মাঠ চৌচির করে দিচ্ছে
দেখে- ঘেমে উঠলো লাজুক বউটি

একটি ষাঁড় দড়ি ছিঁড়ে ফাঁকা মাঠে দৌড়ে যাচ্ছে

কালো রেখায় টানানো দূরের গ্রাম
ষাঁড়টির দৌড় কোথায় গিয়ে থামে তা কেবল বউটি-ই জানে

লাল ট্রাক্টর সেও লাঙল চালিয়ে সন্ধ্যায় দূর গ্রাম পর্যন্ত যাবে

সমস্ত দিন হুতুমপেঁচার মতো মগডালে ঘন পাতার আড়ালে বসে
দেখছি এসব

দুই শেয়াল শাবক; হ্রদের কিনারে এসে দাঁড়িয়েছে
মা তাদের ফেলে
প্রান্তর পেরিয়ে নাগর শেয়ালের পিছে চলে গেছে

চাঁদ উঠছে; রোগা-ক্লিশে বুড়ির মতো
সারারাত
কীভাবে সে আকাশের প্রান্তর পেরুবে

এই মাঠ- মাঠের নাম লালন ফকির; গান গাইছে
রাতের হাওয়ারা

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field