Site icon তীরন্দাজ

শ্বেতা শতাব্দী এষ | তৃষ্ণা ও তরঙ্গ | কবিতা | উৎসব সংখ্যা ১৪৩০

কী সেই তরঙ্গ যার লালে ফুটে ওঠে
চোখের আকাশ এমন তৃষ্ণায়!
অপরিশোধিত রোদ কপালে লিখে দেয়
ধৈর্যের নাম। কোথাও যায়নি সে
ব্যথার শরীর থেকে জন্মানো নদী ছুটে যায়—

মায়া ও মৃত্যু ধুয়ে নির্লিপ্ত! অনেক অনেক
মোহ থেকে সূত্র দাও—সাহিত্য ও সুরের
যত নাম; নয়তো বোকা তুমি; এইসব
‘তাদের’ ভিড়ে বেমানান; বেমানান!

উহ্য একটা ছুরি। অবিরত কাটে দশদিক।
শাদাসূর্যের ট্রেন ছুটে যায়—পার হয়ে
আকাঙ্ক্ষার লাল। সেই তৃষ্ণা ও তরঙ্গ;
ব্যথা আর স্বপ্নের সমান।

তারপরও গাইতে হবে এইসব আশ্চর্য সুর
রেফারেন্স, ভালো থাকার চমৎকার আলো!
শীত শীত বাতাসে বদলে যাওয়া সময়
খুব গোপনে যেভাবে গায় তারাদের নাম।

Exit mobile version