মধ্যমা ও তর্জনীর ফাঁকে যখন আপেলের ভবিষ্যৎ… বলে তিনি থামলেন। তিনি মানে নগরকর্তা। অথবা তিনি ট্রাফিক সার্জেন্ট, এমনও হতে পারে তিনি বিরাট কেউকেটা! অথবা তিনি একজন জাদুকর! সে যাই হোক, আসল সত্যিটা হলো আমার মাথায় সুরম্য আপেল আর অদূর সমুখে তীরন্দাজ! নাগরিক সভ্যতা দিয়েছে নিশ্চল দাঁড়ানোর নির্দেশ। যেহেতু আপেল ভেদকারক একজন সফল ও জয়ী! সুতরাং বরকন্দাজও প্রস্তুত! পাড়ার পাণ্ডা ও কুকুর গ্যালারির বাড়তি ভলেন্টিয়ার। মনে হলো চোখ বন্ধ রাখি! শ্রবণমহলে তখন ধ্বংসের নৈঃশব্দ্য! মনে হলো কান বন্ধ রাখি ফার্স্টএইডের তুলোয়! মনের চিকিৎসা দেবে যেই চারুলতা, সে যে বৃক্ষ আঁকড়ে উঠে যেতে পারতো, সেও নিধনযজ্ঞের বলি! মাথার ওপর আপেল দৃশ্যমান, তীরন্দাজের হাত স্থির, মধ্যমা ও তর্জনীর মধ্যে চেপে ধরা আপেলের ভবিষ্যৎ! আমি দাঁড়িয়ে একা, উৎফুল্ল অডিয়েন্স! নিদারুণ সিটিলাইফ! নির্ভয়তার ভান যেখানে মূলধনমাত্র!
১৪ অক্টোবর ২০২২